ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যসভার নির্বাচন বয়কট মোর্চার, চাপে তৃণমূল

শিলিগুড়ি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

শিলিগুড়ি : রাজ্যসভার নির্বাচনে অংশ নেবে না গোর্খা জনমুক্তি মোর্চা। রোববার দার্জিলিংয়ে দলীয় বৈঠকের পর এ কথা জানান মোর্চা নেতা বিমল গুরুঙ।



এদিন তিনি বলেন, রাজ্যসভার নির্বাচনে ভোট হলে তাদের দলের ৪ বিধায়ক ভোট দান থেকে বিরত থাকবেন।

জিটিএতে তরায় ডুয়ার্স অন্তর্ভুক্তির দাবিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়। তবে রাজনৈতিক মহলের মতো, রাজ্যসভায় মোর্চার প্রতিনিধি পাঠানোর আর্জি তৃণমূল নেত্রী খারিজ করে দেওয়ায় ও এখনই তরায় ডুয়ার্স অঞ্চল জিটিএর আওতাভুক্ত না করার সিদ্ধান্তের জন্যই তৃণমূলকে চাপে রাখতে মোর্চা এই সিদ্ধান্ত নিল।

তৃণমূলের সঙ্গে মোর্চার এই অসহযোগিতার সিদ্ধান্তের ফলে রাজ্যসভার নির্বাচনে কিছুটা চাপে তৃণমূল কংগ্রেস। দুদিন আগেই গোর্খা নেতা রোশন গিরি মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মোর্চার প্রতিনিধিকে রাজ্যসভায় টিকিট দেওয়ার আর্জি জানান। এ ছাড়া তরায়–ডুয়ার্সকে জিটিএর আওতায় আনার দাবি জানান।

তবে মুখ্যমন্ত্রী এই দুটি আর্জিই খারিজ করে দিয়ে এই বিষয়ে পরবর্তী সময়ে ভেবে দেখবেন বলে আশ্বাস দেন।

অন্যদিকে রাজ্যসভার নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূলের সব বিধায়কের পাশাপাশি মোর্চা ও এসইউসিআইয়ের বিধায়করাও তাদের সঙ্গে আছেন। ফলে চারটি আসনেই জয়লাভের ক্ষেত্রে তৃণমূলের অসুবিধা হবে না। এখন দেখার মোর্চার আজকের সিদ্ধান্তের ফলে রাজ্যসভার নির্বাচনে কি প্রভাব পড়ে।

বাংলাদেশ সময় : ০২৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

আরডি/
সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।