ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূলের সঙ্গে জোট না করার ইঙ্গিত কংগ্রেসের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২

কলকাতা : রাজ্যের পঞ্চায়েত ভোটের আগে একলা চলার প্রস্তুতি নিয়ে সংগঠন জোরদার করার কাজে নামলো প্রদেশ কংগ্রেস।

রোববার কলকাতায় প্রদেশ কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজ্যসভার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় প্রদেশ কংগ্রেস।



পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে জোট ছেড়ে একলা চলার ইঙ্গিত দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। তার অভিযোগ, প্রশাসনের একমুখী আচরণের শিকার হচ্ছেন কংগ্রেসকর্মীরা।

তিনি জানিয়েছেন, হাইকম্যান্ডের অনুমতি পেলে রাজ্যসভার ভোটে লড়াই করতেও তৈরি প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

এদিন বৈঠকে প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের আগে কংগ্রেসের সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। পঞ্চায়েত নির্বাচনে কি পরিস্থিতি হবে আমরা জানি না। জোট থাকবে কি না পরের কথা। কিন্তু দল থাকবে। আমরা রাজ্যসভায় প্রার্থী দিতে চাই। তবে এ ব্যাপারে হাইকম্যান্ডের সিদ্ধান্তই মেনে নেবো।

এরসঙ্গেই নিজেদের সরকারের প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রদীপ ভট্টাচার্য।

তিনি বলেন, ‘সিপিএম ও তৃণমূল, কংগ্রেসকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এর নিন্দা করছি। অনেক সময়ই আমরা সুবিচার পাচ্ছি না।

প্রশাসন একমুখী আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিনের বৈঠকে প্রদীপ ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী মানস ভুঁইয়া, সাংসদ দীপা দাশমুন্সিসহ প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

বাংলাদেশ সময় : ১০৫৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১২
আরডি
সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।