ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যসভায়ও এনসিটিসি নিয়ে ভোটদানে বিরত তৃণমূল

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

নয়াদিল্লি: ভারতের লোকসভার পর এবার রাজ্যসভায়ও ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার (এনসিটিসি) ইস্যুতে জিত হলো কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার এনসিটিসি নিয়ে ভোট হয় রাজ্যসভায়।

এ ভোটে খারিজ হয়ে যায় এনসিটিসি নিয়ে রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের ভাষণে বাম ও বিজেপির আনা সংশোধনী প্রস্তাব। সংশোধনীর পক্ষে ভোট পড়ে ১০৫টি ও বিপক্ষে ভোট পড়ে ৮২টি।

শুরু থেকে বিরোধিতা করলেও লোকসভার মতো রাজ্যসভাতেও এনসিটিসি নিয়ে ভোটাভুটিতে বিরত থাকে ইউপিএ শরিক তৃণমূল। ভোটাভুটি শুরু হওয়ার আগে তৃণমূলের ৬ জন সদস্যই রাজ্যসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

এনসিটিসি ইস্যুতে প্রধানমন্ত্রীর দাবি, সন্ত্রাস রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এনসিটিসি। প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায় ভোটাভুটির পর রাজ্যসভা থেকে ওয়াক-আউট করে বিজেপি।

অপরদিকে সরকারের পক্ষে ভোট দেয় সমাজবাদী পার্টি (সপা) ও বহুজন সমাজ পার্টি (বসপা)।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

আরডি
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।