ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মানিক সরকারের পাশে দাঁড়ালেন বাদল চৌধুরী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : মুখ্যমন্ত্রী মানিক সরকারের পাশে দাঁড়ালেন তার সহকর্মী তথা অর্থমন্ত্রী বাদল চৌধুরী।
মঙ্গলবার রাজ্য বিধানসভায় সাংবাদিক সম্মেলন করেন বাদল চৌধুরী।



বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্মাননার নাম থেকে মানিক সরকারকে বাদ দেবার জন্য কংগ্রেস যে আন্দোলন করছে সে প্রসঙ্গে এখানে তিনি বলেন, কংগ্রেস নেতিবাচক রাজনীতি করছে।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমন্ত্রিত হয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। কেন বাংলাদেশ সরকার মুখ্যমন্ত্রীকে সম্মান জানাচ্ছে- তা নিয়ে আন্দোলন করছে কংগ্রেস।

বাদল চৌধুরী এদিন বলেন, কাকে বাংলাদেশ সম্মান জানবে এটা একদম তাদের নিজস্ব ব্যাপার।

তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় মানিক সরকার ছাত্র আন্দোলনের নেতা ছিলেন। তিনি নিজে বাংলাদেশের মুক্তি যোদ্ধাদের সাহায্য করেছেন। মুক্তি যোদ্ধাদের শিবিরে ঘুরে ঘুরে কাজ করেছেন মানিক সরকার।


মানিক সরকার সম্মান পাবার অর্থ সারা রাজ্যের মানুষ সম্মানিত হওয়া। এতে আমাদের আনন্দিত হবার কথা। কিন্তু কংগ্রেস এখানে সংকীর্ণ রজনীতি করছে।  
রাজ্য সরকার এবং সিপিএমের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বাংলাদেশ সরকার কাকে সম্মাননা জানাবে এটা তাদের নিজস্ব ব্যাপার।

উল্লেখ্য, এ ইস্যুতে শনিবার আগরতলার বাংলাদেশ ভিসা অফিস ঘেরাও করেন কংগ্রেস সমর্থকরা।

বাংলাদেশ সময় : ১১২১ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

তন্ময়
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।