ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যসভার নির্বাচন সরে দাঁড়াতে পারে কংগ্রেস

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

কলকাতা: কংগ্রেস রাজ্যসভা নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ থেকে আব্দুল মান্নান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন।



বিশেষ সূত্রে খবর, হাইকমান্ড সোনিয়া গান্ধীর নির্দেশে সেই মনোনয়নপত্র তুলে নেওয়া হবে। এ বিষয়ে বুধবার চারজনের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়ে হাইকমান্ডকে জানাবে। এদের মধ্যে রয়েছেন প্রণব মুখার্জি, শাকিল আহমেদ, প্রদীপ ভট্টাচার্য ও কুন্তিয়া। জোট রাজনীতিতে জটিলতা কমাতেই এই প্রস্তাব।

কদিন আগেই আব্দুল মান্নান তার মনোনয়ন জমা দেন। বৃহস্পতিবার মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন। কংগ্রেসের জেতার জন্য নিজেদের ৪২টি ভোট নিশ্চিত। আর বাকি যে কটি ভোট লাগবে তা যদি বামেদের দিয়ে দেয় তবে তারা জিতে যাবে।

সেক্ষেত্রে জোট নিয়ে প্রশ্ন উঠবে। পশ্চিমবঙ্গ থেকে পাঁচজন প্রতিনিধিত্ব করতে পারে রাজ্যসভায়। তার মধ্যে তৃণমূল-কংগ্রেস জোটের চারটি আসন। আর বামেদের একটি আসন।

ইতিমধ্যে তৃণমূল এই চারটি আসনের জন্য চারজনকে দাঁড় করিয়েছে। কংগ্রেস প্রথম থেকে দর কষাকষি করে যদিও একজনকে দাঁড় করিয়েছিল তাকে সরিয়ে নিতে হচ্ছে তৃণমূলের চাপের কাছে নতিস্বীকার করে। কারণ এই মুহূর্তে কংগ্রেস কেন্দ্রে প্রচুর চাপে রয়েছে, তাই তার জোটকে চটাতে চায় না।

রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী ও মুকুল রায়কে নিয়ে যে ‘পরিকল্পিত’ নাটক হয় তাতে জোটের চেহারা সাধারণের কাছে পরিস্কার হয়ে যায়। এবার আবার রাজ্যসভার প্রার্থী নিয়ে কোন নাটক যাতে না হয় তাই এই সিদ্ধান্ত হাইকমান্ডের।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।