ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তৃণমূল নেতাকে গ্রেফতার করতে গিয়ে প্রহৃত পুলিশ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

কলকাতা : একাধিক মামলায় অভিযুক্ত তৃণমূল নেতা সুশান্ত ঘোষকে গ্রেফতার করতে গিয়ে বুধবার আক্রান্ত হল পুলিশ।

অভিযোগ, তাদের ঘিরে ধরে মারধর করেন কয়েকজন তৃণমূল সমর্থক।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় আহত হয়েছেন ৬  পুলিশ।

এদিন হুগলির গোঘাটের আসুদখোলা এলাকায় ১০০ দিনের কাজ চলাকালীন সুশান্ত ঘোষকে নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করতে যায় পুলিশ। সেই সময় কয়েকজন তৃণমূল সমর্থক পুলিশকে মারধর করে।

খবর পেয়ে পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় এক মহিলাসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা সুশান্ত ঘোষকে ধরতে পারেনি পুলিশ।

 বাংলাদেশ সময় : ১৮১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

আরডি
সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।