ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লির রেলভবনের দায়িত্ব নিলেন মুকুল রায়

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
দিল্লির রেলভবনের দায়িত্ব নিলেন মুকুল রায়

নয়াদিল্লি: ভারতের রেলমন্ত্রীর দায়িত্ব পাওয়ার বুধবার প্রথমবার দিল্লির রেলভবনে এলেন মুকুল রায়। প্রথম দিন রেলভবনে গিয়েই পূর্বসূরী দীনেশ ত্রিবেদীর সমস্ত আসবাবপত্র তিনি সরিয়ে নেওয়ার অনুরোধ জানান।



একই সঙ্গে মমতা ব্যানার্জির আমলে ব্যবহৃত জিনিসপত্র পুনরায় দফতরে ফিরিয়ে আনার জন্য তিনি অনুরোধ করেন। রেলমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই মমতার আমলের ব্যবহৃত জিনিসপত্র সরিয়ে দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী।

রেলভবন থেকে বেরিয়ে মুকুল রায় জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় লোকসভায় রেল বাজেটের ওপর জবাবি ভাষণ দেবেন তিনি।

তারপর রাজ্যসভায়ও রেল বাজেটের ওপর জবাবি ভাষণ দেবেন বলেও জানান নতুন রেলমন্ত্রী।

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, রেল বাজেটের জবাবি ভাষণের খসড়া সম্ভবত মমতা ব্যানার্জি স্থির করে দিয়েছেন। একই সঙ্গে, মুখ্যমন্ত্রীর নির্দেশে মুকুল রায় পরবর্তী সময়ে রাজ্যের জন্য বরাদ্দ বৃদ্ধির চেষ্টা করবেন বলেও জানা গেছে।

দীনেশ ত্রিবেদীর পেশ করা রেল বাজেট যে তার এতটুকুও পছন্দ হয়নি ১৪ মার্চ বাজেট পেশের দিন সন্ধ্যার পরই তা স্পষ্ট করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা। আর এই ‘নাপছন্দ’ বাজেট পেশের মূল্যই নিজের ইস্তফা দিয়ে চোকাতে হয়েছে দীনেশ ত্রিবেদীকে।

উল্রেখ্য, রেলের ভাড়া বৃদ্ধি বিতর্কে তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চাপে বাজেট অধিবেশন চলাকালীনই রেলমন্ত্রীর পদে ইস্তফা দিতে বাধ্য হন দীনেশ ত্রিবেদী। এরপরই তৃণমূল নেত্রীর পছন্দমতো রেলমন্ত্রী করা হয়েছে মুকুল রায়কে।

বাংলাদেশ সময় : ১৮৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

আরডি
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।