ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘দাদা সাহেব ফালকে সম্মাননা’ পাচ্ছেন সৌমিত্র

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
‘দাদা সাহেব ফালকে সম্মাননা’ পাচ্ছেন সৌমিত্র

কলকাতা : ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদা সাহেব ফালকে সম্মাননা’ পাচ্ছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সূত্রে জানা গেছে, বিখ্যাত চিত্রপরিচালক শ্যাম বেনেগালের নেতৃত্বে একটি জুরি বোর্ড এই সিদ্ধান্ত এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রককে জানিয়েছেন তারা।



সূত্রটি আরো জানায়, এই সম্মাননা পাওয়ার দাবিদার ছিলেন আরো ৩ বিখ্যাত অভিনেতা। যদিও তারা সবাই বলিউডের। এরা হলেন- প্রাণ, বৈজয়ন্তিমালা ও মনোজকুমার।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ থেকে শেষবার এই সম্মাননা পেয়েছিলেন প্রয়াত চিত্রপরিচালক তপন সিংহ।
 
বাংলাদেশ সময় : ২০০২ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

আরডি
সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।