ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হরতাল সমর্থনে শাস্তি হলো ৯ সরকারি কর্মীর

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২
হরতাল সমর্থনে শাস্তি হলো ৯ সরকারি কর্মীর

কলকাতা: হুঁশিয়ারি ছিলই। এবার তা বাস্তবে পরিণত হওয়া শুরু হল।

গত ২৮ ফেব্রুয়ারি ১১টি শ্রমিক সংগঠনের ডাকে ভারত জুড়ে হরতালে যোগ দেওয়ার জন্য নয়জন সরকারি কর্মীর পূর্ব ঘোষণা মোতাবেক শাস্তি দিল রাজ্য সরকার।

এই নয়জন হুগলী জেলার চুঁচুড়ার রাইস রিসার্চ সেন্টারে কর্মরত। দফতরটি রাজ্য সরকারের কৃষি দফতরের অধীনে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, এদের একদিনের বেতন কেটে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি কর্মজীবন থেকেও একটি দিন কমে যাচ্ছে তাদের।

শ্রমিক সংগঠনগুলোর ডাকা হরতালের দিন সব সরকারি কর্মচারীদের দফতরে হাজির থাকার জন্য নির্দেশিকা জারি করে রাজ্য সরকার।

এরপরও যারা ওই দিন অনুপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে শাস্তির কথা ঘোষণা করে রাজ্য সরকার। কর্মচারীদের এই শাস্তির প্রতিবাদে বৃহস্পতিবার থেকে আন্দোলনে নেমেছে সরকারি কর্মচারী সংগঠন নবপর্যায়।

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২

আরডি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।