ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পণবন্দীদের মুক্ত করতে ২৭ মাওবাদীকে ছাড়ছে উড়িশা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১২

কলকাতা: পণবন্দীদের মুক্তির বিনিময়ে ২৭ জন বন্দিকে ছাড়তে রাজি হলো উড়িশা সরকার। বুধবার উড়িশা বিধানসভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।



যাদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মধ্যে ১৫ জন চাষি-মুলিয়ার সদস্য। বাকিদের মধ্যে ৮ জন মাওবাদীদের অন্ধ্র-উড়িশা বর্ডার কমিটির এবং ৪ জন মাওবাদীদের সব্যসাচী পণ্ডা গোষ্ঠীর সদস্য।

গত ১৭ মার্চ কন্ধমলে ২ ইতালিয় নাগরিককে অপহরণ করে মাওবাদীরা। ২৪ মার্চ রাতে অপহরণ করা হয় কোরাপুটের বিজেডি বিধায়ক ঝিনা হিকাকাকে।

ইতালিয় নাগরিক ক্ল্যানডিও কোলানজিলো মুক্তি পেলেও এখনও বন্দী বসুস্কো পোলো ও ঝিনা হিকাকা। তাদের মুক্তির জন্যই উড়িশা সরকারের এই সিদ্ধান্ত।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১২
আরডি
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।