ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার হাতিবাগান মার্কেটে ভয়াবহ আগুন

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১২
কলকাতার হাতিবাগান মার্কেটে ভয়াবহ আগুন

কলকাতা : উত্তর কলকাতার প্রাচীন হাতিবাগান মার্কেটে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।



বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ এই মার্কেটে আগুন লাগে। মার্কেটের ভিতরে প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কোনরকমের অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় প্রাথমিকভাবে আগুন নিভানোর কাজ শুরু করা যায়নি।

দমকলকর্মীরা ঘটনাস্থলে এলেও তারা মার্কেটে অপরিসর রাস্তার কারণে ভিতরে প্রবেশ করতে বার বার বাধাপ্রাপ্ত হন। মাছবাজার, সবজিবাজারসহ বাইরের কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাস্থলে দমকলের ৩২টি ইঞ্জিন আসে। দমকলমন্ত্রী জাভেদ খান ঘটনাস্থলে দাঁড়িয়ে বাংলানিউজকে বলেন, ‘আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। মার্কেটের আশপাশের সড়ক ও ভিতরের রাস্তাগুলো এত ঘিঞ্জি যে দমকলের গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না। তাই পোর্টেবল পাম্প দিয়ে পানি দেওয়া হচ্ছে। ১ থেকে ২ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। ’

তিনি বলেন, ‘মার্কেটের প্লাস্টিক বিক্রির দোকানগুলো থেকে প্রথম আগুন লাগে। আগুনের কারণ চিহ্নিত করা যায়নি। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও, এই ঘটনায় কেউ আহত বা নিহত হননি। ’

এদিকে, মার্কেটে দেয়ালে আগুনের তাপে ব্যাপক ফাটল দেখা দিয়েছ। তাই মার্কেটটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন দমকলকর্মীরা।

বাংলাদেশ সময় : ০৮৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১২

আরডি
সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।