ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে বিজ্ঞাপনে মৃত ইউরোপীয় ছাত্রীর ছবি!

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১২
ভারতে বিজ্ঞাপনে মৃত ইউরোপীয় ছাত্রীর ছবি!

নয়াদিল্লি: তার মৃত্যু হয়েছে প্রায় ৫ বছর হতে চলল। অথচ দক্ষিণ ভারতের একটি বেসরকারি কনসালটেন্সি কোম্পানির হোর্ডিংয়ে ব্যবহার করা হয়েছে সেই মৃত ইউরোপীয় ছাত্রীরই ছবি।

গোটা বিষয়টি ঘিরেই তৈরি হয়েছে রহস্য।

২০০৮ সালের ৫ মার্চ অপহরণ ও গুলি করে খুন করা হয় নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইভ কারসনকে। এই খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে লরেন্স লভেটে জুনিয়র ও ডিমারিয়ো অ্যাটওয়াটার নামে ২ ব্যক্তিকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার একটি খবরের কাগজে প্রকাশিত খবর অনুযায়ী, রহস্যজনকভাবে দক্ষিণ ভারতের কেরলে একটি বেসরকারি কনসালটেন্সি ফার্মের হোর্ডিংয়ে কারসনের ছবিই ব্যবহার করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের পশ্চিমি দেশে চাকরি দেওয়া বলে বিজ্ঞাপন দেয় এই কনসালটেন্সি সংস্থাটি।

কিন্তু বিজ্ঞাপনে মৃত কারসনের ছবিই কেন ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে কোনও সদুত্তর পাওয়া যায়নি। সংস্থার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তাদের বক্তব্য, বিষয়টি সম্বন্ধে তারা কিছুই জানেন না।

বাংলাদেশ সময় : ১৮০০ ঘণ্টা, মার্চ ২২, ২০১২

আরডি
সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।