ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সব মহুকুমা হাসপাতালে একটি করে ব্লাড ব্যাংক হবে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  রাজ্যের প্রতিটি মহুকুমা হাসপাতালে একটি করে ব্লাড ব্যাংক গড়বে রাজ্য সরকার। বৃহস্পতিবার এ খবর জানান স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী।



তিনি বলেন, ‘রাজ্যের প্রধান হাসপাতাল জিবিকে কেন্দ্র করে একটি সেন্ট্রাল ব্লাড ব্যাংক গড়া হবে। তাছাড়া প্রতিটি মহুকুমা হাসপাতালে হবে ব্লাড ব্যাংক। ’
বর্তমানে রাজ্যে ব্লাড ব্যাংক রয়েছে পাঁচটি হাসপাতালে। আর মহুকুমায় রয়েছে ২৩টি।
তপন চক্রবর্তী বলেন, ‘গত ১০ বছরে রাজ্যে রক্তের অভাবে কেউ মারা যায়নি। রাজ্যের প্রয়োজনীয় রক্তের প্রায় সবটাই আদায় হচ্ছে স্বেচ্ছাদানের মাধ্যমে। ’
এ বছর রাজ্যে স্বেচ্ছাদানের মাধ্যমে ২৬ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করার সিদ্ধান্ত হয়েছে। গত বছর ২৪ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছিল স্বেচ্ছাদানের মাধ্যমে।
মন্ত্রী জানান, ‘ব্লাড ব্যাংকের অভাবে আমরা এখন ইচ্ছা থাকলেও গ্রহীতাদের থেকে রক্ত নিতে পারছি না। এ জন্য ব্লাড ব্যাংক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময় : ০৬১০ ঘণ্টা,  মার্চ ২৩, ২০১২
সম্পাদনা : জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।