ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২৬তম পূর্ব-উত্তর ক্রীড়া প্রতিযোগিতায় ত্রিপুরা তৃতীয়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : ২৬তম পূর্ব-উত্তর ক্রীড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করলো ত্রিপুরা।

এবার পূর্ব-উত্তর ক্রীড়া প্রতিযোগিতার আসর বসেছিল মিজোরামে।

৪ দিনের এ প্রতিযোগিতা শেষ হয় শুক্রবার সন্ধ্যায়।

ত্রিপুরা দল ১৭টি সোনা, ১৮টি রূপা এবং ১৯টি ব্রোঞ্জ মেডেল পেয়ে প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে।

প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে মিজোরাম এবং দ্বিতীয় মনিপুর।

প্রতিযোগিতায় সার্বিকভাবে তৃতীয় হলেও অ্যাথলেটিক্সে ত্রিপুরার খেলোয়াড়রা দারুণ সাফল্য দেখিয়েছে। এই বিভাগে প্রায় সব পদকই ত্রিপুরার ঘরে জমা হয়েছে।

বাংলাদেশ সময় : ১১২০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।