ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের ভেতর দিয়ে গড়া হবে বিকল্প টেলি রুট

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

আগরতলা (ত্রিপুরা) : বাংলাদেশের মধ্য দিয়ে একটি বিকল্প টেলি রুট গড়ে তোলা হবে। এ খবর জানিয়েছেন বিএসএনএল’র চিফ ম্যানেজিং ডাইরেক্টর আর কে উপাধ্যায়।



তিনি জানিয়েছেন, ঢাকা কলকাতার মধ্যে একটি বিকল্প টেলি রুট গড়ে তোলা হয়েছে। আগরতলা ঢাকার মধ্যেও একটি বিকল্প রুট গড়ে তোলা হবে।

তা করা গেলে উত্তর পূর্বাঞ্চলে টেলি যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, এ ব্যাপারে ঢাকার সঙ্গেও কথা হয়েছে। বাংলাদেশও এর সুফল পাবে।

বর্তমানে ত্রিপুরার সঙ্গে মেঘালয় হয়ে একটি টেলি যোগাযোগ লিঙ্ক রয়েছে। কোন কারণে এই যোগাযোগ ব্যবস্থায় সমস্যা হলে এ অঞ্চলের টেলি পরিষেবা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে।

এই অসুবিধা কাটিয়ে তোলার জন্যই বাংলাদেশের ভেতর দিয়ে আরও একটি বিকল্প টেলি রুট গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।