ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সরকারি বাস ডিপোয় আগুন নিয়ে অন্তর্ঘাতের অভিযোগ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

কলকাতা : বেলঘরিয়ার কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (সিএসটিসি) সদর দফতরে আগুনের ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ তুললেন পরিবহন মন্ত্রী মদন মিত্র।

ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের কথাও জানিয়েছেন তিনি।

কমিটিকে ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সকাল ১০টায় আগুন লাগে বেলঘরিয়ায় সিএসটিসি সদর দফতরে। দোতলায় রেকর্ড রুমের জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন নিরাপত্তারক্ষীরা।

দমকলের ৪টি ইঞ্জিনের প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বহু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ঘর লাগোয়া সিটুর ইউনিয়ন রুমও।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিধায়ক তাপস রায় এবং সিএসটিসি কর্তারা। পরে যান পরিবহণ মন্ত্রী মদন মিত্র। বন্ধ অফিসের মধ্যে কীভাবে আগুন লাগল তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

বাংলাদেশ সময় : ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

আরডি
সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।