ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতে ১ ইতালীয় পর্যটককে মুক্তি দিলো মাওবাদীরা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

কলকাতা : অবশেষে ১১ দিন পর রোববার ভারতের উড়িষ্যা রাজ্যে অপহৃত ২ ইতালিয়ান পণবন্দির মধ্যে ১ জনকে মুক্তি দিলো মাওবাদীরা।

এদিন সকালে কন্ধমল জেলায় বেসরকারি একটি টিভি চ্যানেলের ২ প্র্র্রতিনিধির হাতে ক্লদিও কোলানজেলো নামের এই পর্যটককে তুলে দিল মাওবাদীরা।

তবে অপহৃত অপর ইতালিয়ান পর্যটক বস্কো পাওলো এখনো মাওবাদীদের হাতে বন্দি রয়েছেন।

জানা গেছে, মাও শীর্ষনেতা সব্যসাচী পন্ডাকে সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন ওই বেসরকারি চ্যানেলের দু’ সাংবাদিক কিশলয় ভট্টাচার্য ও সম্পদ মহাপাত্র। তাদের হাতেই অসুস্থ এক ইতালিয়ান পর্যটককে ছেড়ে দেয় মাওবাদীরা।

পরে মুক্ত ক্লদিও জানান, এটি একটি দুঃস্বপ্নের অভিজ্ঞতা। আশা করছি বস্কো খুব তাড়াতাড়ি মুক্তি পাবে।

উল্লেখ্য, ১৪ মার্চ কন্ধমলের গঞ্জাম সীমান্ত থেকে অপহৃত হন ইতালিয়ান ২ পর্যটক ক্লদিও কোলানজেলা ও বস্কো পাওলো। ক্লদিও একজন ট্যুরিস্ট।

অন্যদিকে পাওলো ১৯৯৯ সাল থেকে উড়িষ্যায়  পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত। সে বিদেশি পর্যটকদের পুরীতে নিয়ে আসত। ২ ইতালিয়ানের মুক্তিপণ হিসেবে ১৩ দফা দাবি জানায় মাওবাদীরা।

বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনার মধ্যেই শনিবার ১ বিধায়ককে অপহরণ করে মাওবাদীরা। এ পর্যন্ত অপহৃত বিধায়কের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় : ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

আরডি
সম্পাদনা:  আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।