ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারতের উত্তরখন্ডে সেতু ভেঙে ৬ শ্রমিক নিহত

নয়াদিল্লি করেনপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

নয়াদিল্লি: ভারতের উত্তরাখন্ড রাজ্যের পরি গারওয়ালের চৌরাসে একটি নির্মীয়মান সেতু ভেঙ্গে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৩৬জন শ্রমিক।



অলোকানন্দা নদীর ওপরে সেতু তৈরির সময় এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে।

রোববার ভোর ৩টা নাগাদ স্টিলফ্রেমের সেতুটি ভেঙে অলোকানন্দা নদীতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মানুষের অভিযোগ, সেতু তৈরিতে নিম্নমানের জিনিস ব্যবহার করায় এটি ভেঙে গেছে।

উদ্ধারকারি দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে হাত লাগায়। আশা করা হচ্ছে সেতুর নিচে আরো অনেক শ্রমিক আটকে আছে। আহতদের শ্রীনগরের গারওয়ালের বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।