ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সড়ক সম্প্রসারণের জন্য হকার উচ্ছেদ মমতা সরকারের

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২
সড়ক সম্প্রসারণের জন্য হকার উচ্ছেদ মমতা সরকারের

কলকাতা : মাত্র ২ দিনের নোটিশে কলকাতার ইস্টান বাইপাসের রুবি হাসপাতাল থেকে পাটুলি পর্যন্ত হকার উচ্ছেদ অভিযান চালায় রাজ্য সরকার।

রোববার কেএমডিএ এবং পুলিশের নেতৃত্বে ই এম বাইপাস সম্প্রসারণের জন্যই এই অভিযান চালানো হয়।

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ১ হাজারেরও বেশি অস্থায়ী দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। গ্রেফতার করা হয় ৪১ হকারকে। তাদের পরে ছেড়ে দেওয়া হয়।

সম্প্রসারণের জন্য ই এম বাইপাস সংলগ্ন রুবি হাসপাতাল থেকে পাটুলি পর্যন্ত এলাকায় হকারদের সরে যেতে বৃহস্পতিবার প্রচার চালায় কেএমডিএ এবং পুলিশ।

এ খবর পাওয়ার পর মাথায় হাত পড়ে ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের একাংশ শুক্রবার হাজির হন মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে।

হকারদের দাবি, সেখান থেকে তাদের যেতে বলা হয় তৃণমূল ভবনে। কেন্দ্রীয় রেলমন্ত্রী মুকুল রায়ের সঙ্গে কথা বলতে বলা হয় তাদের। তাতেও সুরাহা হয়নি।

তাই এলাকার বিধায়ক ও মন্ত্রী মণীশ গুপ্তের সঙ্গে দেখা করেন তারা।

হকারদের দাবি, মন্ত্রী তখনই জানিয়ে দেন, তার পক্ষে এ ব্যাপারে কিছুই করা সম্ভব নয়।
এরপরই শনিবার সকাল থেকে শুরু হয়ে যায় হকার উচ্ছেদ অভিযান। পুলিশের সাহায্যে কয়েক হাজার দোকান একের পর এক গুঁড়িয়ে দিতে শুরু করেন কেএমডিএ’র কর্মীরা।  
 
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নতুন করে যেমন কোনো হকারকে বসতে দেওয়া হবে না, তেমনই পুরনো কোনো হকারকে উচ্ছেদ করা হবে না। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেও, কেন উচ্ছেদ অভিযান, তা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন হকাররা।
 
উচ্ছেদের সময় পাটুলি উপনগরী হকার সংগ্রাম কমিটি এলাকায় বিক্ষোভ দেখায়। তাদের দাবি, এই অভিযানের জেরে কর্মহীন হয়ে পড়লেন কয়েক হাজার হকার।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।