ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঢাকায় আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২
ঢাকায় আসছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগরতলা (ত্রিপুরা) : সোমবার বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি সেখানে ২৮ মার্চ পর্যন্ত থাকবেন বলে মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানা গেছে।

২৭ মার্চ বাংলাদেশে মানিক সরকারকে সম্মাননা জানানো হবে। এই উপলক্ষেই ঢাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
তার দফতর সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বিমানে ঢাকায় যাবেন। ২৮ মার্চ ঢাকা থেকে কলকাতায় ফিরে আসবেন মানিক সরকার।

মুক্তিযুদ্ধের ৪০ বছর উপলক্ষে বাংলাদেশ সরকার ১২৯ জন বিদেশি বন্ধুকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নামও রয়েছে।
মুখ্যমন্ত্রীর এ সফর নিয়ে বেশ জতিলতার সৃষ্টি হয়েছিল।

তালিকায় মুখ্যমন্ত্রীর নাম থাকাতেই প্রশ্ন তুলেছিল কংগ্রেস। তাদের দাবি রাজ্যের আরও অনেকে ছিলেন যাদের বিরাট অবদান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। কিন্তু তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এ নিয়েও উষ্মা প্রকাশ করেছেন বিরোধী দল নেতা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রকৃত নাম বাদ দেওয়ার বিষয়টি রাজ্য সরকারের ইচ্ছাতেই হয়েছে।
কংগ্রেসের এই বক্তব্যের প্রতিবাদ জানায় একযোগে রাজ্য সরকার এবং সি পি এম ত্রিপুরা রাজ্য কমিটি।  

বলা হয়, ঢাকার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমন্ত্রণ জানানোর বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিজস্ব বিষয়। বাংলাদেশ সরকার কাদের নিমন্ত্রণ জানাবে বা কাদের সম্মানিত করবে সেটি বাংলাদেশ সরকারই ঠিক করেছে। তাই ত্রিপুরা সরকার বা কোনো ব্যক্তি তার ব্যাক্তিগত অথবা সরকারি ক্ষমতায় এ ধরনের সিদ্ধান্তকে প্রভাবিত করার প্রশ্নই আসে না।

ঠিক একই কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তিনি দু’দিন আগে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে বলেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আমন্ত্রণ জানানোর বিষয়টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিজস্ব বিষয়।
    
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

তন্ময় চক্রবর্তী
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।