ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঢাকার সাংবাদিকদের মুখোমুখি হবেন মানিক সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২
ঢাকার সাংবাদিকদের মুখোমুখি হবেন মানিক সরকার

ঢাকা: ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার মঙ্গলবার ঢাকার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করেছে।



ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিয়মিত অনুষ্ঠান ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মানিক সরকারকে সাংবাদিকদের মুখোমুখি করা হচ্ছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এদিন বিকেল সোয়া ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত এক ঘণ্টার এই অনুষ্ঠানে প্রতিবেশী ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যেকার বাণিজ্যিক সম্পর্কসহ বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার সোমবার ঢাকায় এসেছেন। তিনি ২৮ মার্চ বুধবার পর্যন্ত ঢাকায় থাকবেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সহযোগিতা ও অবদান রাখার জন্য সরকার বিদেশি নাগরিকদের সম্মাননা জানাচ্ছে। ১১০ জন বিদেশি নাগরিকদের মধ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারও সম্মাননা পাচ্ছেন।

২৭ মার্চ রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি নাগরিদের হাতে মুক্তিযুদ্ধ সম্মাননা তুলে দেবেন। এই অনুষ্ঠানে অংশ নিতে মানিক সরকার ঢাকায় এসেছেন।

মুক্তিযুদ্ধ সম্মাননা জানানোর জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সরকারের পক্ষ্য থেকে আমন্ত্রণ জানানোর পর ডিআরইউর মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মানিক সরকারকে অতিথি করার জন্য আগরতলায় চিঠি পাঠায়। এই আমন্ত্রণে সাড়া দিয়ে এই মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে আসার ব্যাপারে গত রোববার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সম্মতি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

এসকে/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।