ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সেনাপ্রধানের আনা ঘুষ বিতর্ক নিয়ে উত্তাল ভারতীয় সংসদ

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

নয়াদিল্লি : বয়স বিতর্কের পর এবার ঘুষ বিতর্ক নিয়ে সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল ভি কে সিংহ।

তিনি অভিযোগ করেন, নিম্নমানের ৬০০টি গাড়ি কেনার জন্য এক সামরিক সরবরাহকারী সংস্থা ১৪ কোটি রুপি ঘুষ দিতে চেয়েছিল।

তার অভিযোগের তির এক ‘লবিয়িস্ট’-এর দিকে।

তিনি জানান, এ বিষয়টি তিনি যথাসময়ে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনিকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সোমবার এ বিষয়টি নিয়ে উত্তাল হয়ে উঠে ভারতীয় সংসদের উভয় কক্ষ। এই ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলেও বিরোধীরা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন। তাদের দাবি, ফের একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ল কেন্দ্র সরকার।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।