ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহারাষ্ট্রে চার ‘বাংলাদেশি’ আটক

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২

নয়াদিল্লি : ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহর থেকে বাংলাদেশি সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

সোমবার মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, রোববার রাতে নাসিকের লাহামাগে ভবন থেকে এদের আটক করা হয়।



আটককৃতরা হলেন. মাহমুদ মির্জা (৪০), সোহেল হাওলাদার (২৫), জাভেদুল গোলাম শেখ (২৯) ও সুজন হাসান শেখ (২৮)।

আটককৃতদের ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্টের ৩/৬/১৪ ধারায় মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, নাসিকের ওই ভবনটি থেকে গত সপ্তাহে জোর করে যৌন ব্যবসা করার অভিযোগে অভিযান চালিয়ে কয়েকজন নারীকে উদ্ধার করা হয়। যাদের মধ্যে দুইজন বাংলাদেশি বলে দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১২  

একেআর/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।