ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় গত এক বছরে কমেছে নারী নির্যাতন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  রাজ্যে নারী নির্যাতনের হার কমেছে। গত এক বছরে এই হার কমেছে প্রায় ১৭ শতাংশ।



রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গেছে, ২০১০ সালের তুলনায় ২০১১ সালে ত্রিপুরায় নারী নির্যাতনের হার প্রায় ১৭ শতাংশ কমেছে।

২০০৯ সালে ত্রিপুরায় নারী নির্যাতনের ঘটনা পুলিশের কাছে লিপিবদ্ধ হয়েছে ১৬১৮টি। পরবর্তী বছর অর্থাৎ ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় ১৭৭৮টি। ২০১১ সালে এসে এই সংখ্যা অনেক কমে দাঁরিয়েছে প্রায় সাড়ে ১৪০০।

স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিক জানিয়েছেন, নারী নির্যাতনের যে কোনো ঘটনাই সভ্য সমাজের পক্ষে লজ্জাজনক। একে মোকাবিলা করতে গেলে সামাজিক সচেতনতা চাই।

এদিকে গত কয়েক বছরে রাজ্যের বিরোধী দল কংগ্রেসের মূল ইস্যু ছিল রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনা।
রাজ্য সরকারও এ বিষয়ে বেশ বিব্রত ছিল। নারী নির্যাতনের ঘটনা রোধে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৭, ২০১২
এমআইএস
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।