ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুন্দরবন ঘিরে ঢাকা-কলকাতা পর্যটনের প্রস্তাব

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১২
সুন্দরবন ঘিরে ঢাকা-কলকাতা পর্যটনের প্রস্তাব

কলকাতা : সুন্দরবন ঘিরে ঢাকা-কলকাতা পর্যটনের প্রস্তাব দিলেন ট্যুরিস্ট অপারাটের অব বাংলাদেশ (টোয়াব) এর সভাপতি হাসান মনসুর।

বুধবার কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত ভারতের ট্যুর অপারেটারদের সভায় তিনি এই প্রস্তাব দেন।



এই সভায় উপস্থিত ছিলেন টোয়াবের উপদেষ্টা তৌফিক রহমান, ভারপ্রাপ্ত উপহাইকমিশনার তারিক মুহম্মদ আরিফুল ইসলাম ও প্রেস সচিব কাজী মুশতাক জহির প্রমুখ।

এদিন তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের পর্যটন ব্যবসার বিপুল সম্ভবনা রয়েছে। দু`দেশকে ঘিরে পর্যটন করা গেলে ট্যুর অপারেটাররা লাভবান হবেন। আসামের ডিব্রুগড় থেকে ব্রহ্মপুত্র নদ ধরে বাংলাদেশের সিরাজগঞ্জ হয়ে শিলাইদহ পর্যন্ত নৌপর্যটন করা যেতে পারে।

তিনি আরে বলেন, এই জলপথে এখন ভারত-বাংলাদেশ নৌবাণিজ্য চলছে। তাই এই পথে এখনই পর্যটন শুরু করা সম্ভব।

বাংলাদেশ সময় : ২০০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১২

আরডি
সম্পাদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
ছবি: সেন্টু/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।