ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে পাওয়ার বাংলাদেশ ২০১০ আন্তর্জাতিক প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

ঢাকা: বাংলাদেশের পাওয়ার জেনারেশন, অল্টারনেটিভ পাওয়ার, পিভি পাওয়ার, এনার্জি এবং রিনিউয়েবল এনার্জি খাতের সার্বিক উন্নয়নে আয়োজিত হচ্ছে ‘তৃতীয় পাওয়ার বাংলাদেশ ২০১০ আন্তর্জাতিক প্রদর্শনী’।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৪-১৬ অক্টোবর অনুষ্ঠেয় প্রদর্শনী আয়োজক ‘সেমস বাংলাদেশ’।



জাতীয় প্রেসকাবে রোববার এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ১৬টি দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগের পরিবেশ যাচাই করবে।  

সেমস বাংলাদেশ-এর সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম বলেন,
এই প্রদর্শনী সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে সাহায়তা করবে।

তিনি আরও বলেন, এই আয়োজন বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিত্য নতুন উদ্ভাবনা ও বিশ্বখ্যাত সর্বাধুনিক প্রযুক্তিগুলো দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ।

সংবাদ সম্মেলনে রহিমাফরোজ গ্রুপ-এর পরিচালক মুনোয়ার মিজবাহ মঈন সোলার সেচ পাম্প তৈরিতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চেয়েছেন।

অন্যান্যের মধ্যে এনার্জিপ্যাকের পরিচালক রেজওয়ানুল কবীর ও বাংলা ট্র্যাকের বিভাগীয় মার্কেটিং ইন চার্জ আসিফ আনোয়ার এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।