ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পোশাক শিল্পে সিটিসি’র বিকল্প ব্যবহার নিশ্চিত করার তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০
পোশাক শিল্পে সিটিসি’র বিকল্প ব্যবহার নিশ্চিত করার তাগিদ

ঢাকা: পোশাক শিল্পে কাপড়ের দাগ অপসারণে কার্বন টেট্রাক্লোরাইডের (সিটিসি) বিকল্প দ্রাবক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিজিএমইএ নেতা ও পরিবেশ অধিদপ্তর কর্মকর্তারা।

বৃহস্পতিবার রাজধানীর বিজিএমইএ সম্মেলনকক্ষে ‘পোশাকের দাগ অপসারণে সিটিসির বিকল্প দ্রাবক ব্যবহার বিষয়ক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে তারা এ তাগিদ দেন।



পরিবেশ অধিদপ্তরের ‘ন্যাশনাল ওডিএস ফেইজ আউট প্ল্যান-ইউএনডিপি কম্পোনেন্ট’ প্রকল্পের অধীনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুপুর ১টায় কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বিজিএমইএ’র সহ-সভাপতি সাইফুল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘পরিবেশবান্ধব সমাজব্যবস্থা ও দেশ গঠনে সিটিসিমুক্ত গার্মেন্টস শিল্প গড়ে তুলতে হবে। ’

তিনি বলেন, ‘পলিথিন নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা উন্নত বিশ্বের চেয়ে পরিবেশ দূষণ অনেকটা কমিয়ে আনতে পেরেছি। কিন্তু এখনো নদী ও শস্যকে দূষণের হাত থেকে পুরোপুরি  রক্ষা করতে পারিনি। ’

সিটিসি’র ক্ষতি তুলে ধরে তিনি বলেন, ‘বিজ্ঞানের আশীর্বাদে শিল্পের অভূতপূর্ব অগ্রযাত্রার পাশাপাশি আমরা প্রকৃতি দূষণ করে যাচ্ছি। যার ফলে প্রকৃতিও সময়-অসময়ে বিরূপ আচরণ করছে। সিডর, ক্যাটরিনা, আইলা ইত্যাদি এর উদাহরণ। ’

সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (পরিবেশগত ব্যবস্থাপনা) মো. শাহ্জাহান বলেন, ‘সিটিসি বাষ্পায়িত হয়ে বায়ুমণ্ডলের ওজোনস্তর ক্ষতিগ্রস্ত করে। এর ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি ওজোনস্তর ভেদ করে পৃথিবীর বায়ুমণ্ডলে চলে আসে। তাই পোশাক শিল্পে সিটিসি’র বিকল্প দ্রাবক ব্যবহার নিশ্চিত করতে হবে। ’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউএনডিপি’র প্রোগ্রাম অফিসার মামুনুল হক খান।

উল্লেখ্য, পোশাক শিল্পে দাগ অপসারণে দীর্ঘদিন ধরে সিটিসি ব্যবহৃত হয়ে আসছে। এর ক্ষতিকর দিক বিবেচনা করে এ বছর জানুয়ারি থেকে সারা বিশ্বে পোশাক শিল্পে সিটিসি’র বিকল্প দ্রাবক হিসেবে অ্যাসিটোন, বেনজিন ক্লোরোফর্ম, সাইকোহেক্সান, ডাইক্লোরোইথেন, ইথিল অ্যাসিটেট, হেক্সান, আইসোপ্রোপিল, অ্যালকোহল,  ডিলিমোনেন, মিথানলসহ ১৯টি বিকল্প দ্রাবকের ব্যবহার শুরু হয়।

বাংলাদেশে বিকল্প দ্রাবক ব্যবহার নিশ্চিত করতে পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপি ‘ন্যাশনাল ওডিএস ফেইজ আউট প্ল্যান ইউএনডিপি কম্পোনেন্ট’ নামে একটি  প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের অধীনে অনুষ্ঠিত বৃহস্পতিবারের কর্মশালায় ঢাকার ৭৫টি গার্মেন্টস থেকে শতাধিক প্রতিনিধি অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।