ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এইমস মিউচ্যুয়াল ফান্ডের মামলার রায় ৫ অক্টোবর

এসএম গোলাম সামদানী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

ঢাকা: বহুল প্রতীক্ষিত এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের রাইট বোনাস সংক্রান্ত মামলার রায় আগামী ৫ অক্টোবর ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের আদালত এ ঘোষণা দেন।



এইমস মিউচ্যুয়াল ফান্ডের বাদী পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও সিকিউরিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) আইনজীবী মাহমুদুল ইসলাম শুনানিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এইমস মিউচ্যুয়াল ফান্ড নিয়ে বিনিয়োগকারীরদের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়। সেই অস্থিরতা এখনও অব্যাহত রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি এইমস মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড দুই বছরের রাইট ও বোনাস ইউনিট দেওয়ার ঘোষণা দেয়। এ ঘোষণার পরদিন ২৫ ফেব্রুয়ারি এইমস মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন স্থগিত করে দেয় এসইসি।

পরবর্তীতে ৭ মার্চ এইমসের রাইট বোনাস দেওয়ার প্রস্তাব বাতিল করে ৮ মার্চ থেকে লেনদেন চালুর নির্দেশ দেয় এসইসি।

এরপর আবুল হোসেন নামে এক বিনিয়োগকারী এসইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ২৮ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ এইমসের রাইট বোনাস বাতিল করে এসইসির নেওয়া সিদ্ধান্ত ৩ মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে এইমসের রাইট বোনাস বাতিল করা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে এসইসির প্রতি রুল জারি করেন আদালত।

এর পরিপ্রেক্ষিতে ২৯ মার্চ থেকে এইমসের লেনদেন দ্বিতীয় দফায় স্থগিত করে দেয় এসইসি।

টানা ৩ মাস লেনদেন বন্ধ থাকার পর ব্যাপক সমালোচনার মুখে এসইসি ৪ জুলাই থেকে আবারও এইমসের লেনদেন চালু করে।

কিন্তু রিটটির চুড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় রাইট বোনাসের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তাই ৭ মাস আগে এইমসের ট্রাস্টি বোর্ড রাইট বোনাস ঘোষণা করলেও  বিনিযোগকারীরা এখনও তা পায়নি।

স্থানীয় সময়: ১৯২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।