ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জায়েন্ট টেক্সটাইলস-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

ঢাকা: নতুন একটি বস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে দেশের বিশিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠান জায়েন্ট গ্রুপ। রাজধানীর অদূরে গাজীপুরের ভবানীপুরে কোম্পানির নিজস্ব জমিতে গত বৃহস্পতিবার নতুন এই কারখানার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

‘জায়েন্ট টেক্সটাইলস লিমিটেড’ নামের এই নীট কম্পোজিট গার্মেন্টস ফ্যাক্টরিতে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।

জায়েন্ট গ্রুপ সূত্রে এ খবর জানা গেছে।
 
কোম্পানি সূত্র জানায়, আগামী বছরের মাঝামাঝি সময় থেকে জায়েন্ট টেক্সটাইলস দৈনিক ১৮ মেট্রিক টন নীট ফেব্রিক্স ও ৩৫ হাজার পিস নীট গার্মেন্টস পণ্য (বিশেষত স্পোর্টস উইয়্যার) উৎপাদন করতে সক্ষম হবে। এর ডায়িং ক্যাপাসিটি ২০ মেট্রিক টন।
 
উল্লেখ্য, ১৯৮৪ সাল থেকে জায়েন্ট গ্রুপ দেশে ব্যবসা পরিচালনা করছে। বর্তমানে এ গ্রুপের ১৫টি কোম্পানি রয়েছে। বিশ বছর আগে ৮টি নীট ও ওভেন গার্মেন্টস নিয়ে মেভিজ গামের্ন্টস লিমিটেড, জায়েন্ট এপারেলস লিমিটেড ও জায়েন্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।