ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংক ও অগ্নি সিস্টেমের রাইট শেয়ার অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

ঢাকা: এক্সিম ব্যাংক লিমিটেড ও অগ্নি সিস্টেম লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রোববার এসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।



দশ টাকা অভিহিত মূল্যের এক্সিম ব্যাংকের দু’টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এক্সিম ব্যাংক ২২ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ২শ’ ৯৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২শ’ ২৭ কোটি ৭৪ লাখ ২২ হাজার ৯শ’ ৩০ টাকা সংগ্রহ করবে। এর রাইট শেয়ারের বিপরীতে কোনো প্রিমিয়াম নেওয়া হবে না।
 
অন্যদিকে অগ্নি সিস্টেম লিমিটেডও দু’টি সাধারণ শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের একটি রাইট শেয়ার দেবে। দশ টাকা অভিহিত মূল্যের প্রতিটি রাইট শেয়ারের বিপরীতে দশ টাকা প্রিমিয়াম নেওয়া হচ্ছে।

আইটি খাতের এই প্রতিষ্ঠানটি এক কোটি দুই লাখ ৫৮ হাজার ৮শ’ ৫০টি সাধারণ শেয়ারের বিপরীতে দুই কোটি ৫১ লাখ ৩৭ হাজার টাকা সংগ্রহ করবে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।