ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কোটি টাকা থেকে বেশি শেয়ার লেনদেনকারীর তথ্য চেয়েছে এসইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
কোটি টাকা থেকে বেশি শেয়ার লেনদেনকারীর তথ্য চেয়েছে এসইসি

ঢাকা: শেয়ার বাজারে প্রতিদিন এক কোটি বা তার বেশি টাকার শেয়ার লেদদেনকারীর তথ্য জানাতে নির্দেশ দিয়েছে এসইসি (সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন)।

সোমবার এসইসি-র সার্ভিল্যান্স বিভাগ থেকে সব ব্রোকারেজ হাউসকে এ নির্দেশ দেয়া হয়।

এসইসি-র এ নির্দেশ সোমবার থেকেই কার্যকর হবে।  

এ বিষয়ে এসইসি-র নির্দেশে বলা হয়, ‘কোনো বিনিয়োগকারী অথবা প্রতিষ্ঠান একই দিনে একই কোড়ে (বিও একাউন্টে) ১ কোটি টাকা অথবা এর বেশি লেনদেন করলে এর প্রতিবেদন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে প্রতিদিন জমা দিতে হবে। ’
 
এসইসি’র নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

নির্দেশে আরো বলা হয়, ‘এক কোটি টাকা বা তার বেশি শেয়ার একদিনে একই কোড়ে লেনদেনকারীর এক সপ্তাহের আর্থিক প্রতিবেদনও জমা দিতে হবে। সে সঙ্গে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সর্বশেষ এক মাসের ব্যাংক স্টেটমেন্ট, পোর্টফোলিও স্টেটমেন্ট (যদি থাকে) এবং সর্বশেষ এক সপ্তাহের লেনদেন প্রতিবেদন জমা দিতে হবে। ’

স্থানীয় সময়:  ১৬৩০ ঘণ্টা,  অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।