ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ার বাজারের টুকরো খবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১০
শেয়ার বাজারের টুকরো খবর

অস্বাভাবিক দর বাড়ার কারণ জানাল ন্যাশনাল লাইফ ও ফার্স্ট লিজ।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও ফার্স্ট লিজ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে।


 
সোমবার কোম্পানি দুটোর পক্ষ থেকে পৃথকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানানো হয়।
 
সম্প্রতি কোম্পানি দু’টির শেয়ারের দর অস্বাভাবিক বেড়ে গেলে এর কারণ জানতে চায় ডিএসই। তার জবাবেই কোম্পানিগুলো এ তথ্য জানায়।  

স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়ন করবে ফিনিক্স ফাইন্যান্স

ঢাকা: স্থায়ী সম্পদের (ফিক্সড অ্যাসেট) পুনর্মূল্যায়ন করবে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
 
সোমবার কোম্পানির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানানো হয়।
   
কোম্পানির পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)’র অনুমোদিত সম্পদ মূল্যায়ক দিয়ে এ পুনর্মূল্যায়ন করা হবে।  
  
বাংলাদেশ সময় : ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।