ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ব্যাংক বীমা ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বৃদ্ধিতে চাঙ্গা পুঁজিবাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১০
ব্যাংক বীমা ও মিউচ্যুয়াল ফান্ডের দাম বৃদ্ধিতে চাঙ্গা পুঁজিবাজার

ঢাকা: ব্যাংক, বীমা ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম বৃদ্ধিতে পুঁজিবাজারে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন কমলেও সূচক, বাজার মূলধন ও লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।



সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬৪.৭৯ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩২৭.৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনশেষে ২ হাজার ১৯৭ কোটি ২৮ লাখ ৭২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়। এটি আগের দিনের চেয়ে ২৩৯ কোটি ২৫ লাখ টাকা কম।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের শেয়ারের মধ্যে ২৮টির দাম বেড়েছে। একই অবস্থা বীমা ও মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রেও। বীমা খাতের ৪৪টি কোম্পানির শেয়ারের মধ্যে ৩৯টির এবং ২৮টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৬টি ইউনিটের দাম বেড়েছে। দিনশেষে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৫টির, কমেছে ১০৭ টির।
 
বাজার বিশ্লেষকরা বলছেন, এইমস মিউচ্যুয়াল ফান্ডের রাইট বোনাস বাতিল সংক্রান্ত এসইসির সিদ্ধান্ত মঙ্গলবার দুপুরে  হাইকোর্ট অবৈধ ঘোষণা করার খবরে বাজারে এ খাতের ইউনিটের বড় ধরনের মূল্যবৃদ্ধি ঘটেছে।

দিনশেষে মূল্য বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় পাঁচটি ওঠে আসে মিউচ্যুয়াল ফান্ড থেকে। অন্যদিকে মৌলভিত্তি হিসেবে পরিচিত ব্যাংকিং খাতের শেয়ারের পিই রেশিও অন্য যে কোনো খাতের তুলনায় কম থাকায় বিনিয়োগকারীরা এ খাতের দিকে ঝুকে পড়ছে বলে বাজার বিশ্লেষকরা অভিমত দিয়েছেন।
   
এ ব্যাপারে ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক সালাউদ্দিন আহম্মেদ খান বাংলানিউজকে বলেন, ‘বাজারের অধিকাংশ শেয়ারের দাম অতিমূল্যায়িত হয়ে পড়েছে। কিন্তু ব্যাংকের শেয়ারের দাম সেদিক থেকে কম হওয়ায় অনেক বিনিয়োগকারী ব্যাংকের শেয়ারের দিকে ঝুকছে। ’

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো - পিপলস্ লিজিং ফাইন্যান্স অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক, যমুনা অয়েল, বিএসআরএম স্টিল, স্কয়ার ফার্মা, প্রাইম ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোং লিমিটেড, এক্সিম ব্যাংক, গোল্ডেন সন ও মেঘনা লাইফ।
 
অন্যদিকে দর বৃদ্ধিতে প্রধান ১০ কোম্পানি হলো-  এইমস ১ম মিউচ্যুয়াল ফান্ড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ১ম বিএসআরএস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং ১ম মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ৩য় এনআরবি, রিপাবলিক ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, প্রিমিয়ার ইন্স্যুরেন্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

দাম কমার শীর্ষে প্রধান ১০ কোম্পানি হলো- মুন্নু ফেব্রিকস্, মেঘনা পেট্রোলিয়াম, এপেক্স উইভিং, তাল্লু স্পিনিং, আজিজ পাইপস, সাফকো স্পিনিং, আইসিবি ইসলামী ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, সাভার রিফ্রেক্টরিজ ও লাফার্জ সুরমা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।