ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শ্রমিকদের বেতন সর্বনিম্ন ৮ হাজার টাকা করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
শ্রমিকদের বেতন সর্বনিম্ন ৮ হাজার টাকা করার দাবি

ঢাকা: শ্রমিকদের বেতন সর্বনিম্ন আট হাজার টাকা নির্ধারণ, নিয়োগপত্র ও পরিচয়পত্র নিশ্চিত করা সহ শ্রমআইন-২০০৬ বাস্তবায়নের দাবি জানিয়েছে জনমুক্তি পার্টি নামে একটি সংগঠন।

বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়।



পার্র্টির সভাপতি আলম খান গত ২৯ জুলাই গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকার নির্ধারিত তিন হাজার টাকা বেতনকে অযৌক্তিক দাবি করেন।

তিনি বলেন, ‘চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে একজন শ্রমিকের পক্ষে এ স্বল্প বেতনে সংসার চালানো কোনোভাবেই সম্ভব নয়।

তিনি নির্ধারিত মজুরি পুনর্বিবেচনায় এনে এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারকে ৩০ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেন।

এক প্রশ্নের জবাবে তিনি বাংলানিউজকে বলেন, ‘বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে নভেম্বর থেকে শ্রমিক ও অন্যান্য সমমনা শক্তিগুলোকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। ’

মালিকদের স্বার্থ রক্ষার জন্য শিল্পপুলিশ গঠন করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি শিল্পপুলিশের পেছনে কোটি কোটি টাকা ব্যয় না করে শ্রমিকদের কল্যাণে এ টাকা খরচের সরকারের প্রতি অনুরোধ জানান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাহবুব আলম মুকুল , সহসভাপতি ইফসুফ আলী, কার্যকারী সভাপতি  মুক্তিযোদ্ধা হাজী নুরুল আলম বাদশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।