ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার স্ক্যানিং চার্জ হ্রাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

ঢাকা: দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র অনুরোধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম কাস্টম হাউজে(আমদানি) কন্টেইনার স্ক্যানিং চার্জ প্রায় অর্ধেক কমানো হয়েছে।

এখন থেকে এফসিএল কন্টেইনারের চার্জ ৫ডলারের পরিবর্তে ৩ ডলার এবং এলসিএল কন্টেইনারের প্রতি পণ্য চালানের চার্জ ২.৫০ ডলারের পরিবর্তে ১.৫০ ডলার হিসেবে আদায় করা হবে।



বিজিএমইএ সূত্র জানায়, সংগঠনের প থেকে কন্টেইনার স্ক্যানিং ফি-এর চার্জ কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের(এনবিআর) কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে বিজিএমইএ’র সঙ্গে রাজস্ব বোর্ডের একাধিক বৈঠকের পর কন্টেইনার স্ক্যানিং চার্জ পুনর্বিন্যাস করা হলো।    


বাংলাদেশ সময় : ১৯২০ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।