ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এনবিআর রিটার্ন জমাদানকারীর সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
এনবিআর রিটার্ন জমাদানকারীর সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে

ঢাকা: বৃহস্পতিবার শেষ হয়েছে ব্যক্তিশ্রেণীর রিটার্ন জমা দেওয়ার সময়।

৩০ সেপ্টেম্বর ব্যক্তিশ্রেণীর রিটার্ন জমার শেষ দিন হলেও করদাতাদের দাবির প্রেক্ষিতে ৭ অক্টোবর পর্যন্ত সময় বাড়ায় সরকার।

সংশ্লিষ্ট সূত্র জানায় এবারে রিটার্ন জমাদানকারীর সংখ্যা ৮ লাখ ছাড়িয়ে যাবে।

তবে নতুন করে আর সময় বাড়ানো হবে না বলে নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র একাধিক সদস্য।

এদিকে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার। বাড়তি ৭ দিনে প্রায় আড়াই লাখ মানুষ রিটার্ন জমা দিয়েছে বলে সূত্র জানায়।

তবে কর্তৃপক্ষ বলছেন, আগামী সোমবার এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সূত্র মতে, বাড়তি ৭ দিনে রিটার্ন যা জমা পড়েছে, এর দ্বিগুণ পড়েছে পরে রিটার্ন জমা দেওয়ার সময় চেয়ে আবেদন।


বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।