ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ফু-ওয়াং সিরামিকসের রাইট শেয়ার অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ফু-ওয়াং সিরামিকসের রাইট শেয়ার অনুমোদন

ঢাকাঃ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও ফু-ওয়াং সিরামিকস লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানি ২টি পুঁজিবাজার থেকে ৭১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করবে।

বৃহস্পতিবার এসইসির কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে এসইসির মুখপাত্র ও কমিশনের নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল কবির ভূইয়া এই দুই প্রতিষ্ঠানের রাইট শেয়ার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শেয়ারহোল্ডাররা ৫টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার পাবেন। ১০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি রাইট শেয়ারের বিপরীতে কোনো প্রিমিয়াম নেওয়া হচ্ছে না। মোট ৫ কোটি ৬ লাখ রাইট শেয়ার ছেড়ে ৫০ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করবে এ ব্যাংকটি।

অন্যদিকে ফু-ওয়াং সিরামিকসের শেয়ারহোল্ডাররা ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার পাবেন। ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি রাইট শেয়ারের জন্য ২৫ টাকা প্রিমিয়াম দিতে হবে। ফু-ওয়াং সিরামিক ১৬ লাখ ৫০ হাজার রাইট শেয়ার ছেড়ে ২০ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করবে।

বাংলাদেশ সময়ঃ ১৮২০ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।