ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

১৬ দিন পর চালু বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

দিনাজপুর: ১৬ দিন বন্ধ থাকার পর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি বৃহস্পতিবার আবারও চালু করা হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, ২ নম্বর ইউনিট থেকে বৃহস্পতিবার রাতেই উৎপাদন শুরু হবে।

উৎপাদিত বিদ্যুৎ শুক্রবার সকালেই জাতীয় গ্রীডে যোগ করা সম্ভব হবে।

তবে ২ নম্বর ইউনিটে উৎপাদন শুরু হলে মেরামতের জন্য ১ নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হবে।

পার্বতীপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ হাওলাদার বাংলানিউজকে বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি প্রাথমিকভাবে চালু করা হয়। ’

তিনি আরও বলেন, ‘আমরা জোর করে ১ নম্বর ইউনিটটি চালু রেখেছি। মেরামতের জন্য সেটা বন্ধ করা প্রয়োজন। ’

তিনি জানান, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ১২৫ মেগাওয়াটের স্থলে ৭০/৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
 
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর সকালে ১ নম্বর ইউনিটটি  ‘নো ফেম ট্রিপ’ এর কারণে ও ২ নম্বর ইউনিটটি গ্রীড জনিত সমস্যার কারণে বন্ধ হয়ে যায়।

এরপর গত ১৭ সেপ্টেম্বর পুনরায় ইউনিট দু’টিকে চালু করা হয়। এরপর ইউনিট দু’টি থেকে ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।

কিন্তু চালু হওয়ার মাত্র ৪ দিনের মাথায় গত ২১ সেপ্টেম্বর রাতে মেরামতের প্রয়োজনে ২ নম্বর ইউনিটটি বন্ধ করা হয়। বন্ধ হওয়ার সময়ে এ ইউনিট থেকে ৮০/৮৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।