ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিশ্বব্যাংক ও আইএমএফের খবরদারি বন্ধের আহবান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০
বিশ্বব্যাংক ও আইএমএফের খবরদারি বন্ধের আহবান

ঢাকা: বাজেট প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনায় বিশ্বব্যাংক ও আইএমএফ এর অযাচিত হস্তক্ষেপ ও খবরদারি বন্ধের দাবি জানিয়েছে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) নামে এক সংগঠন।

বৈশ্বিক দারিদ্র্যের বিরুদ্ধে গণজাগরণ সপ্তাহ (৮ থেকে ১০ অক্টোবর) পালনের অংশ হিসেবে শুক্রবার সকালে জাতীয় প্রেসকাবের সামনে তারা এ মানববন্ধন আয়োজন করে।



ওয়াশিংটনে শুক্রবার শুরু হওয়া বিশ্বব্যাংক ও আইএমএ’র দু’দিনব্যাপী বার্ষিক সাধারণ সভা বন্ধেরও আহবান জানানো হয় মানববন্ধনে।

সুপ্র পরিচালক উমা চৌধুরী বলেন, ‘বিশ্বব্যাংক ও আইএমএফের হস্তক্ষেপের কারণে স্বাধীনতার প্রায় ৪০ বছর পরও শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যের মতো অত্যাবশ্যকীয় খাতের অবস্থা প্রায় ভঙ্গুর। ’

তাই লাতিন আমেরিকাসহ বিশ্বের উন্নয়নশীল দেশগুলো বিশ্বব্যাংক ও আইএমএফে বিরুদ্ধে স্লোগান তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বব্যাংক ও আইএমএফের সাহায্যের নামে প্রান্তিক মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধের আহবান জানান সুপ্র’র উপপরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ।

এছাড়া মানববন্ধনে সংগঠনটির সাধারণ সম্পাদক এমএ কাদের, প্রোগাম অফিসার কাজী শফিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।