ঢাকা: বাজারে পরিষ্কার নোট নিশ্চিত করতে পরিচ্ছন্ন নোট নীতিমালা অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ২৮ ধারা মোতাবেক পরিচ্ছন্ন নোট প্রচলন সম্পর্কিত এ নোট নীতিমালা অনুমোদন করে।
সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে উল্লেখ করা হয়, এই পরিচ্ছন্ন ব্যাংক নোট নীতিমালার উদ্দেশ্য বাজারে নিরবচ্ছিন্নভাবে পরিচ্ছন্ন নোট প্রচলন নিশ্চিত করা। সৃষ্ট বা ব্যবহারের কারণে ময়লাযুক্ত, ছেঁড়া-ফাটা, আগুনে ঝলসানো, ড্যাম্প, মরিচাযুক্ত, অধিক কালিযুক্ত, অধিক লেখা-লেখি, স্বাক্ষরযুক্ত, বিভিন্ন খণ্ডে খণ্ডিত নোট প্রত্যাহার করা। প্রত্যাহারকৃত নোটের বিপরীতে পরিচ্ছন্ন নোটের মাধ্যমে প্রতিস্থাপন করা। বাজারে প্রচলিত নোটের স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা। বাজারে পর্যাপ্ত পরিমাণে পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহ নিশ্চিত করা।
১৪টি প্রধান লক্ষ্য ও কর্মপরিকল্পনা যুক্ত করা হয়েছে এই পরিচ্ছন্ন নোট নীতিমালায়।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
জেডএ/এমজেএফ