ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মেট্রো স্পিনিংয়ের বোনাস শেয়ার ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

ঢাকা: মেট্রো স্পিনিং লিমিটেডের পরিচালনা পরিষদ ২০০৯-১০ অর্থবছরে শেয়ারহোল্ডাদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।

রোববার কোম্পানির ৫৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ আব্দুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী খোকনসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।
 
সভায় সর্ব সম্মতিক্রমে ২০০৯-২০১০ অর্থবছরের ২০% বোনাস শেয়ার (প্রতি ৫শ’ শেয়ারের বিপরীতে একশটি শেয়ার) প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে কোম্পানির ১৫তম সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ অক্টোবর।

সভায় ২০০৯-২০১০ অর্থবছরের নিরীতি হিসাবও অনুমোদন করা হয়।

সভায় জানানো হয়, ২০০৯-১০ অর্থবছরে টেক্সটাইল খাতে প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও কোম্পানির মোট বিক্রয় ছিল ৬৩.৩৯ কোটি টাকা। একইসঙ্গে এ সময়ে কোম্পানির করপূর্ব নীট মুনাফা দাঁড়িয়েছে ১৪.৪৮ কোটি টাকা  ও কর পরবর্তী মোটা মুনাফা হয়েছে ১৩.২৩ কোটি টাকা। ইপিএস অর্জিত হয়েছে ৩.৮৪ টাকা।

বছর শেষে কোম্পানির স্থায়ী সম্পদের পরিমাণ ৯১.১৭ কোটি টাকা এবং শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২৮.৭৫ টাকা।
 
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।