ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এনবিআরের অভাবনীয় সাফল্য: রিটার্ন ১০ লাখ ছাড়িয়ে যাবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০
এনবিআরের অভাবনীয় সাফল্য: রিটার্ন ১০ লাখ ছাড়িয়ে যাবে

ঢাকা: আয়কর রিটার্ন জমার ক্ষেত্রে এক মিলিয়নের (১০ লাখ) মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

৭ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ৬ লাখ ৭৫ হাজার ২ শ’ ৪২ জন।

আর রিটার্ন দাখিলের আবেদন পড়েছে ২ লাখ ২৬ হাজার ৭ শ’ ৬৬ জনের।

এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর দবি করছে, আবেদন নিয়ে মোট রিটার্নের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২ হাজার ৪৮টি। বছর শেষে জরিমানাসহ রিটার্ন দাখিল ১০ লাখ ছাড়িয়ে যাবে এবার।

আয়কর রিটার্ন দাখিলের এবারের এ চিত্রকে অভাবনীয় সাফল্য হিসেবেই দেখছে এনবিআর।

এনবিআরের তথ্য মতে, মাত্র ৫ বছরের ব্যবধানে রিটার্ন দাখিলের প্রবৃদ্ধি হয়েছে ৪০ শতাংশেরও বেশি। আর আয়কর সংগ্রহে প্রবৃদ্ধি হয়েছে ৫ শ’ শতাংশ।

২০০৬ সালে রিটার্ন দাখিলের পরিমাণ ছিল ৫ লাখ ৩৫ হাজার ৯ শ’ ৯৪টি। আর আয়কর সংগ্রহ হয়েছিল ২ শ’ ৫২ কোটি ১১ লাখ টাকা।

এনবিআর’র বোর্ড সদস্য (কর প্রসাসন ও পরিচালনা) মো. বশির উদ্দিন আহমদ বাংলানিউজকে জানান, ২০১০ সালে আয়কর সংগ্রহ দাঁড়িয়েছে ৯ শ’ ৭২ কোটি ৪০ লাখ টাকা। আর রিটার্ন আবেদনের বিপরীতে ও জরিমানাসহ আয়কর জমা হলে ১২ শ’ কোটি টাকার বেশি আয়কর সংগ্রহ হবে।

গত বছরের তুলনায় এবার বছর শেষে রিটার্ন জমায় প্রবৃদ্ধি ২২ দশমিক ৭ শতাংশ ও আয়কর সংগ্রহে ২৯ শতাংশ প্রবৃদ্ধি হবে বলেও জানান তিনি।

এ সাফল্যের কারণ হিসাবে মো. বশির বলেন, ‘আমরা বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ নিয়ে আয়করদাতাদের উদ্বুদ্ধ করতে পেরেছি। তাদের মনে এ ধারণা জন্ম দিতে পেরেছি যে আয়কর দেওয়া আসলে ভীতির কাজ নয়। ’

এর সঙ্গে এনবিআর’র কর্মচারী কর্মকর্তাদের আচরণে গুণগত পরিবর্তন ও টিমওয়ার্কও এ সাফল্যের পেছনে কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি জানান, আগামী ৩ বছরের মধ্যে ৫০ হাজার কোটি টাকা আয়কর সংগ্রহের লক্ষমাত্রা নিয়ে এনবিআর কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।