ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

কাল বাজারে আসছে দু’টাকার নতুন ধাতব মুদ্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০
কাল বাজারে আসছে দু’টাকার নতুন ধাতব মুদ্রা

ঢাকা: বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত দু’ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা কাল বাজারে ছাড়া হচ্ছে। নতুন এ মুদ্রার এক পিঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং অন্য পিঠে বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলার ছবি থাকবে।



মতিঝিলের বাংলাদেশ ব্যাংক কার্যালয় থেকে মঙ্গলবার এ মুদ্রা বাজারে ছাড়া হবে। পরে তা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখায়ও পাওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, গোলাকার এ মুদ্রা তৈরি করা হয়েছে এআইএসআই-৪৩০ স্টেইনলেস স্টিল দিয়ে। এর ওজন ৫ দশমিক ৫ গ্রাম এবং ব্যাস ২৪ মিলিমিটার।

উল্লেখ্য, বর্তমানে দু’ টাকা মূল্যমানের একটি কাগজের নোট ও ধাতব মুদ্রা বাজারে চালু রয়েছে। নতুন মুদ্রার পাশাপাশি এ মুদ্রা দুটোও যথারীতি চালু থাকবে।

সম্প্রতি সরকার বঙ্গবন্ধুর ছবি সংবলিত এক টাকার ধাতব মুদ্রাও বাজারে ছাড়ে।

বাংলাদেশ সময় : ১৭৫৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।