ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ভোলায় ৮০ মন ডিমওয়ালা ইলিশসহ ২টি ট্রলার আটক

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০
ভোলায় ৮০ মন ডিমওয়ালা ইলিশসহ ২টি ট্রলার আটক

ভোলা: ভোলায় মেঘনার দুটি পয়েন্ট থেকে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে ৮০ মন ডিমওয়ালা ইলিশসহ দু’টি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।



কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা)  লেফটেন্যান্ট জহিরুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দুটি টিম বৃহস্পতিবার ভোর রাতে ভোলা সংলগ্ন মেঘনায় অভিযান চালায়। এ সময় দৌলতখানের সৈয়দপুর থেকে ১টি ট্রলারসহ ৫০ মন ও সদর উপজেলার ইলিশা ফেরিঘাট পয়েন্ট থেকে ৩০ মন ডিমওয়ালা মা ইলিশসহ একটি ট্রলার আটক করা হয়।

আটক ইলিশগুলোর মূল্য বর্তমান বাজারদরে প্রায় ২০ লাখ টাকা বলে জানান স্থানীয় আড়তদাররা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক মাছ নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।
 
তিনি আরও জানান, ১৫ অক্টোবর থেকে ১০ দিনের নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেলার সাত উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১৭ টন ইলিশ, ৩ লাখ মিটার জাল আটক করা হয়েছে। এসব ঘটনায় ৩ জন অভিযুক্তকে কারাদণ্ডে করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad