ঢাকাঃ আগামী এক মাসের মধ্যে মার্চেন্ট ব্যাংক চালু করতে যাচ্ছে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। আজ বিকালে রাজধানীর একটি হোটেলে ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভুইয়া, উপ-ব্যবস্থাপক শফিকুল আলম প্রমুখ।
ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভুঁইয়া বলেন, নানা প্রতিকুলতার মধ্য দিয়ে ব্যাংকটি ২৭ বছর পূর্ণ করেছে। এই সময়ে ব্যাংকের কিছু ব্যর্থতা থাকলেও সফলতার পরিমাণই বেশি।
তিনি বলেন, সারাদেশে ইউসিবিএল‘র ১০০টি শাখা রয়েছে, যেখানে প্রায় আড়াই হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, বর্তমানে ব্যাংকের ডিপোজিটের পরিমাণ প্রায় ৯ হাজার কোটি টাকা। চলতি জুন পর্যন্ত ইউসিবিএল এর অপারেটিং প্রফিট ২২৫ কোটি টাকা। যা গত দুই বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
গতকাল রাতে ইউসিবিএল ২০০৭, ২০০৮ ও ২০০৯ এই তিন অর্থবছরের লভ্যাংশ একসঙ্গে ঘোষণা করেছে। এর মধ্যে ২০০৭ সালের জন্য ৫০ শতাংশ, ২০০৮ সালের জন্য ২৫ শতাংশ এবং ২০০৯ সালের জন্য ৩০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ২০০০ ঘন্টা, ২৯ জুন ২০১০