ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এডিবি-র সঙ্গে বিদ্যুৎ ও কৃষিখাতে ২টি চুক্তি স্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০
এডিবি-র সঙ্গে বিদ্যুৎ ও কৃষিখাতে ২টি চুক্তি স্বাক্ষর

ঢাকা: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-র সঙ্গে বুধবার বাংলাদেশের বিদ্যুৎ ও কৃষিখাত উন্নয়নে ১৪ কোটি ডলারের ২টি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার দুপুর সোয়া ১২টায় ঢাকাস্থ ইআরডি সম্মেলন কক্ষে চুক্তি ২টি স্বাক্ষর হয়।



চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া এবং এডিবি-র পক্ষে এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর দেবা কুমার কান্দিয়া চুক্তিতে স্বাক্ষর করেন।

জানা গেছে, এডিবি বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন খাতে ১০ কোটি ডলার ও কৃষিখাত উন্নয়নে খাতে ৪ কোটি ডলারসহ মোট ১৪ কোটি ডলার ঋণ সহায়তা দেবে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।