ঢাকা: অভ্যন্তরীণ বাজারে সরবরাহ বৃদ্ধি ও বাজার দাম নিয়ন্ত্রণ রাখার জন্য চাল রপ্তানিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ সম্পর্কিত আদেশের গেজেট আজ বুধবার প্রকাশ করা হয়েছে। খবর তথ্যবিবরণী
ওই আদেশে বলা হয়, আমদানি এবং রপ্তানি নিয়ন্ত্রণ আইন, ১৯৫০ এ প্রদত্ত মতাবলে সরকার অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ বৃদ্ধি, বাজার মূল্য নিয়ন্ত্রণ এবং মূল্যের ঊর্ধ্বগতি ও দুষ্প্রাপ্য রোধ করার ল্েয এ নিষেধাজ্ঞার মেয়াদ আরো ছয় মাসের জন্য বৃদ্ধি করেছে ।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ৩০, ২০১০