ঢাকা: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) নির্বাচনে সব কয়টি পদে ভোট দেওয়ার বিধান বাতিল করে সালিশি আদালতের (আরবিট্রেশন ট্রাইবুন্যাল) দেওয়া আদেশ ২মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।
একইসঙ্গে ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।
জানা যায়, ২০০২ সালের ৩১ জুলাই সরকার বিকেএমইএ নির্বাচনে সব পদেই ভোটারদের ভোট দেওয়ার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১২ জুন মো. আজিজুল হক নামের এক ব্যবসায়ী আরবিট্রেশন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল গত ২৩শে জুন ওই প্রজ্ঞাপন বাতিল ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের দেওয়া ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আজ বুধবার হাইকোর্টে রিট আবেদন করেন বিকেএমইএ নির্বাচনের একজন প্রার্থী মো. ফারুক বিন ইউসুফ।
তার পে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও এস এম ছিদ্দিকুর রহমান। ট্রাইব্যুনালের পে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট হাসান ইমাম। শুনানি শেষে হাইকোর্ট আরবিট্রেশন ট্রাইবুন্যালের আদেশ স্থগিত ঘোষণা করেন।
রিট আবেদনকারীর আইনজীবী আবদুল বাসেত মজুমদার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে জানান, আদেশের ফলে, বিকেএমইএ-এর নির্বাচনে ২৭টি পদেই ভোটারদের ভোট দিতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট বেঞ্চ। ১১জুলাই বিকেএমইএ নির্বাচন হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময় ১৭৩৭ ঘণ্টা, জুন ৩০ ২০১০