ঢাকা: চলতি অর্থ বছরে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ইতিহাসে সর্বোচ্চ ২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। আগামী ৮ জুলাই ২০১০-২০১১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে।
মহানগর নাট্যমঞ্চে এ বাজেট ঘোষণা করবেন মেয়র সাদেক হোসেন খোকা। ডিসিসি’র রাজস্ব বিভাগ এরইমধ্যে বাজেট প্রণয়নের কাজ সম্পন্ন করেছে।
বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর গত বছর ডিসিসির দেওয়া বাজেটের আকার ছিল ১ হাজার ৪১১ কোটি ৫৯ লাখ টাকা।
এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এক হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করা সত্বেও সংশোধিত বাজেটে তা সাড়ে আটশ’ কোটি টাকায় দাঁড়ায়।
এব্যাপারে মেয়র সাদেক হোসেন খোকা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, প্রতিবছরই ঢাকা সিটি কর্পোরেশনের আয়তন বাড়ছে। অতীতের চেয়ে জনসংখ্যাও বেড়েছে। এছাড়া চলতি অর্থবছরে যানজট নিরসনে বেশ কিছু নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এসব কারণেই সিটি কর্পোরেশনের বাজেট বেড়েছে।
তিনি আরও বলেন, ‘নগরবাসীর সেবারমান বাড়াতেও ডিসিসি এ বছর বেশ কিছু নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছে। নগরবাসীর চাহিদার বিবেচনায় ডিসিসি’র ২ হাজার কোটি টাকার বাজেট অবশ্যই সঙ্গতিপূর্ণ। কোনমতেই একে উচ্চাভিলাসী বলা যায় না। ’
তবে হোল্ডিং ট্যাক্স বাড়ছে কি না এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘এমন কোনো পরিকল্পনা ডিসিসি’র নেই। ’
বাংলাদেশ সময় ০৯২২ ঘণ্টা, জুলাই ০১, ২০১০