ঢাকাঃ অবশেষে আগামী রোববার শুরু হচ্ছে এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন। বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ব্যাপারে এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভুঁইয়া বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি-কে বলেন, রোববার থেকে এইমসের লেনদেন চালুর সম্ভাবনা রয়েছে।
এদিকে গত ২৯ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত টানা ৬৫ কার্যদিবস এইমস মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন স্থগিত রেখে এসইসি নিজেই আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে। আইন অনুযায়ী বিনিযোগকারীদের স্বার্থে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে এসইসি ও স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ তালিকাভুক্ত যে কোনো কোম্পানির শেয়ারের লেনদেন স্থগিত রাখতে পারবেন। এক্ষেত্রে এসইসি প্রথমে সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত তালিকাভুক্ত প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত রাখতে পারবে। কিন্তু কমিশন বা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ চাইলে এ স্থগিতাদেশের মেয়াদ আরো ১৪ দিন বাড়াতে পারবে। তবে এ মেয়াদ কোনোভাবেই ২য় বার ১৪ দিনের বেশি বাড়ানো যাবে না। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে অবশেষে বুধবার এইমসের লেনদেন চালু করার নির্দেশ দেয় এসইসি।
বাংলাদেশ সময়ঃ ১০৫৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১০